বড় বিপদে অভিনেতা সোনু সুদ। প্রতারণার একটি মামলায় বার বার সমন পাঠানো সত্ত্বেও অভিনেতা আদালতে সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় লুধিয়ানা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছেন।
পঞ্জাবের লুধিয়ানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর এই পরোয়ানা জারি করেছেন।
আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর এই পরোয়ানা জারি করেছেন ।
লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না বাদীর হয়ে ১০ লাখ টাকা প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। তার অভিযোগ, মূল অভিযুক্ত মোহিত শুক্লা তাকে প্রলোভন দেখিয়ে জাল ‘রিজিকা কয়েন’ বিনিয়োগের চেষ্টা করেন। আদালত সোনু সুদকে এই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য তলব করেছিল, কিন্তু অভিনেতা সমন এড়িয়ে যান।
আইনজীবীর অভিযোগ, মোহিত শুক্লা তাকে 'রিজিকা কয়েন' নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ টাকা লগ্নি করতে প্রলুব্ধ করেন। ১০ লক্ষ টাকার জালিয়াতির মামলা দায়ের করেন ওই আইনজীবী। আইনজীবী রাজেশ খান্নার তরফে এই মামলায় সোনু সুদকে একজন সাক্ষী হিসেবে হাজিরা দেয়ার জন্য তলব করা হয়। তবে একাধিক তলব সত্ত্বেও সোনু হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি বলে জানা গেছে
আদালতের আদেশে বলা হয়েছে, 'সোনু সুদ, যার ঠিকানা ৬০৫/৬০৬, কাসাব্লাঙ্কা অ্যাপার্টমেন্ট, তাঁকে যথাযথভাবে সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আদালতে হাজির হননি এবং তলব এড়ানোর চেষ্টা করেছেন। তাই তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করার নির্দেশ দেয়া হল।
জেএইচ