ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলার সময় বিমানবন্দরেই অবস্থান করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। তবে হামলার পর তিনি নিরাপদে আছেন বলে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে ।
সংবাদমাধ্যমটি বলছে, বৃহস্পতিবার ইসরাইলি বিমান হামলার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান এবং জাতিসংঘের অন্যান্য কর্মীরা ইয়েমেনের সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে ডব্লিউএইচওর প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, তিনি এবং অন্য কর্মীরা বিমানে ওঠার সময় বিমানবন্দরটি বোমা হামলার শিকার হয়।
তিনি আরও বলেছেন, 'আমাদের বিমানের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে দুইজন নিহত হয়েছেন।'
আধানম গেব্রেইয়েসুস আরও বলেন, বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাদের যাত্রায় বিলম্ব হয়েছে।
ডাব্লিউএইচপ্রধান ইয়েমেনে গিয়েছিলেন দেশটিতে জাতিসংঘের যেসব কর্মকতা বন্দি রয়েছেন তাদের মুক্তির উদ্দেশ্যে। এছাড়াও দেশটিতে যাওয়ার আর একটি উদ্দেশ্যে হলো যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরাইলের হামলা চালানোর একদিন পরই পাল্টা এই হামলা চালাল ইসরাইলি বাহিনী।
গেলো সপ্তাহে ইয়েমেনের হুতিরা ইসরাইলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে। হুতিরা জানিয়েছে গাজায় ইসরায়েলের ‘হত্যাযজ্ঞের’ প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরাইলকে লক্ষ্য করে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণাও দিয়েছে তারা। গেলো সপ্তাহে হুতিদের ওই হামলায় অন্তত ১২ ইসরাইলি আহত হন।
জেডএস/