মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আক্তার সিকদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।