আর্কাইভ থেকে আওয়ামী লীগ

সংসদ সদস্য আসাদুজ্জামান নূর

সংসদ সদস্য আসাদুজ্জামান নূর

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বর্তমানে বাসাতেই আছেন।

বৃহস্পতিবার রাতে কোভিড-১৯ পরীক্ষায় তার করোনা সংক্রামিত হওয়ার বিষয়টি নিশ্চিত হন। 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ তার করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন।

গোলাম কুদ্দুছ জানান, রাত ৯টা পর্যন্ত জুম মিটিং করেছেন তিনি। প্রয়াত আলী যাকের স্মরণে নাগরিক শ্রাদ্ধানুষ্ঠান করার ব্যাপারে আমাদের কথা হয়েছে। মিটিং শেষে করোনা সংক্রমনের পরীক্ষার ফল আসে। তাতে পজিটিভ এর বিষয়টি নিশ্চিত হন। তিনি এমনিতে ভালো আছেন।

আরও পড়ুনঃ

আ.লীগ-বিএনপি দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করতে ব্যর্থ

ব্যক্তিতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক

এদিকে, গত ১ ডিসেম্বর শাহবাগের বঙ্গবন্ধুর ভাস্কর্যবিরোধীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায় আসাদুজ্জামান নূরকে।

আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নবম জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। আসাদুজ্জামান নূর একইসঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন সংসদ | সদস্য | আসাদুজ্জামান | নূর