আর্কাইভ থেকে দেশজুড়ে

ভুরুঙ্গামারীতে শিশুসহ একই পরিবারের ৯ রো‌হিঙ্গা আটক

ভুরুঙ্গামারীতে শিশুসহ একই পরিবারের ৯ রো‌হিঙ্গা আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাঁচ শিশুসহ একই পরিবারের ৯ রো‌হিঙ্গা‌ নাগ‌রিক‌কে আটক ক‌রে‌ছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জুলাই) রাতে ভারতীয় সীমান্ত এলাকা থে‌কে ফেরার প‌থে এ‌দের আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ ক‌রা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) আলমগীর হো‌সেন আটকের বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আটককৃতরা হলেন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর সাবিকা খাতুন (৫০), আছমিরা (১৮) নাদিম (১৫), রিয়াজ (১০) তাছমিরা (৭), রুমাজান (৫), ইসমাইল (৩)। অপর দুইজন হলেন টেংরাখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ফাইয়া সালাব (২৭) ও কুতুপালং রোহিঙ্গা  ক্যাম্প-২ এর ইসমাইল হোসেন (১৮)।

পু‌লিশ জানান, এরা সবাই সং‌শ্লিষ্ট রো‌হিঙ্গা ক্যাম্প থে‌কে পা‌লি‌য়ে ভূরুঙ্গামারী উপ‌জেলার সীমান্ত প‌থে ভার‌তে প্রবেশের চেষ্টা ক‌রছিল। কিন্তু বি‌জি‌বির কড়া নজরদা‌রি‌তে সীমান্ত অ‌তিক্রম কর‌তে ব্যর্থ হ‌য়ে ফি‌রে আসার সময় উপ‌জেলার তিলাই ইউ‌নিয়‌নের ছাট গোপালপুর এলাকার কাছুর মো‌ড়ে পৌঁছ‌লে ভ্রাম‌্যমাণ আদালত তা‌দের আটক ক‌রেন।

ভুরুঙ্গামারী থানার ও‌সি আলমগীর হো‌সেন জানান, আটক রোহিঙ্গা নাগ‌রিক‌দের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তা‌দের‌কে রো‌হিঙ্গা ক্যা‌ম্পে ফেরত পাঠা‌নোর ব্যবস্থা নেয়া হ‌চ্ছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ভুরুঙ্গামারীতে | শিশুসহ | একই | পরিবারের | ৯ | রো‌হিঙ্গা | আটক