দেশজুড়ে

অগ্নিকান্ডে বসত ঘর-দোকান পুড়ে ছাই, ৫ লক্ষ টাকার ক্ষতি

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে একটি পরিবারের দুটি বসত ঘর, আসবাবপত্র ও চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জুম্মারপাড় গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফুলবাড়ি উপজেলা ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত  ইনচার্জ মনজুর আলম বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান,  অগ্নিকান্ডের সঙ্গে সঙ্গে তারা আপ্রাণ চেষ্টা করে আগুন নেভাতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে বসতবাড়ির দুটি ঘর ও একটি দোকান পুড়ে শেষ হয়ে যায়। সব হারিয়ে ওই পরিবার দুটি খোলা আকাশের নিচে বসবাস করছে।

 

ওই ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা মিলন জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সাথে চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে জিয়াউর রহমানের দুটি বসত ঘর ও একটি চায়ের দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। এতে তার ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরেই ক্ষয়ক্ষতির তালিকা উপজেলা নির্বাহী অফিসার ও ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে।

ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত  ইনচার্জ মনজুর আলম জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম