আর্কাইভ থেকে এশিয়া

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে হঠাৎ বন্যা; ১৫০ জনের মৃত্যু

আফগানিস্তানে ভারী বৃষ্টিতে হঠাৎ বন্যা; ১৫০ জনের মৃত্যু

ভারী বর্ষণে বন্যায় ভাসছে রুক্ষ-শুষ্ক আফগানিস্তান। বন্যায় দেশটির উত্তর-পূর্বের নুরিস্তান প্রদেশে অন্তত ১৫০ জন মারা গেছে বলে জানিয়েছে তালেবান। সংগঠনের মুখপাত্র জুবিনউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নিশ্চিহ্ন হয়ে গেছে শতাধিক বাড়িঘর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নূরিস্তান প্রদেশে বিধ্বংসী বন্যায় ১৫০ জন মারা গেছে বলে দাবি করেছে তালিবানরা। ধ্বংস হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি। ভেসে গেছে গ্রামের পর গ্রাম। প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে একাধিক এলাকা। তলিয়ে গেছে একরের পর একর জমি। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে নূরিস্তানে।

আফগানিস্তানের সিংহভাগই মরুপ্রবণ অঞ্চল হওয়ায় পানির বাধ মানেনি কোথাও। ভেসে গেছে পুরো এলাকা। নদীতে পরিণত হয়েছে গ্রামের পর গ্রাম। জনবসতি এলাকা বোঝা যাচ্ছে না কোথাও।

নুরিস্তানের গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক ভাবে ৬০ জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছেন তারা। তবে সংখ্যাটা যে অনেক বেশি হবে তা আঁচ করা গেছে।

ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হওয়া এলাকাটি তালেবানদের দখলে রয়েছে। তাই সেখানে সঠিকভাবে হিসেব করতে পারছে না আফগান সরকার। তবে বন্যার কারণে পাশের প্রদেশ কুনারে চলে গেছে অসংখ্য বাসিন্দা। সেখানে নিরাপদ আশ্রয়ের খোঁজে গেছে তারা। দুর্গত এলাকায় এখনও উদ্ধার কাজ শুরু করা হয়নি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন আফগানিস্তানে | ভারী | বৃষ্টিতে | হঠাৎ | বন্যা | ১৫০ | জনের | মৃত্যু