আর্কাইভ থেকে বাংলাদেশ

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৩ জনের মৃত্যু

মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন করোনায় এবং ১৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার (০২ আগস্ট) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন- ময়মনসিংহের পাঁচজন ও নেত্রকোনার দুজন।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ১০ জন ও জামালপুরের তিনজন, গাজীপুরের দুজন ও নেত্রকোনার একজন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫৩৫ জন রোগী ভর্তি আছেন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৫ জন রোগী। ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে রোববার থেকে আইসিইউ শয্যা ২০টি থেকে ২৫টিতে উন্নীত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া ইউনিটটিতে নতুন ভর্তি হয়েছেন ৬২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করে ৪৯৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৬১ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

মুক্তা  মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন মমেক | হাসপাতালের | করোনা | ইউনিটে | ২৩ | জনের | মৃত্যু