আর্কাইভ থেকে ক্যাম্পাস

আমরা যেন ১২ মাসই বসন্তে বসবাস করতে পারি: ইবি উপাচার্য

আমরা যেন ১২ মাসই বসন্তে বসবাস করতে পারি: ইবি উপাচার্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, বিশ্বর একমাত্র বাংলাদেশে ১২ মাসে নির্দিষ্ট ৬ ঋতুর উপস্থিতি ঘটে। হয়তো জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েকটা বছর কখনও কখনও এ ঋতুর উপস্থিতির কিছুটা পরিবর্তন ঘটেছে। স্রষ্টার কাছে  প্রার্থনা করি, আমরা যেন আমাদের ১২ মাসই বসন্তে বসবাস করতে পারি। মঙ্গলবার বেলা ১১ টায় বাংলা বিভাগের আয়োজনে, বাংলা মঞ্চে, বসন্ত উৎসব ১৪২৯ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  উউপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এছাড়াও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বসন্ত উৎসব উদযাপন কমিটির আহবায়ক বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল ও রোজী আহমেদ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার পূর্বে প্রশাসন ভবন চত্বর হতে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে সমবেত হয়। এদিকে অমর একুশে ফেব্রুয়ারি ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বইমেলা শুরু হয়েছে। ক্যাম্পাসের বাংলা মঞ্চ চত্বরে ১৪ ফেব্রুয়ারি হতে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বইমেলা খোলা থাকবে। এখানে ৫০টি স্টলে বই বিক্রয় হচ্ছে। মঙ্গলবার সকাল ১০ টায় ফিতা কেটে এ বইমেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য। এসময় উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক সমিতির সভাপতি, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, বইমেলা উদযাপন কমিটির আহবায়ক ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, সদস্য-সচিব ও এস্টেট অফিসের প্রধান শামছুল ইসলাম জোহাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন যেন | ১২ | মাসই | বসন্তে | বসবাস | করতে | পারি | ইবি | উপাচার্য