বাংলাদেশ

আগারগাঁও-মতিঝিল রুট

প্রায় ১২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

বায়ান্ন প্রতিবেদন

কারিগরি ত্রুটি সারানোর পর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার রাত ৮টা ২৫ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে মেট্রোরেল চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বুধবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে এ ত্রুটি দেখা দেয়। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে অফিস সময়সূচিতে মেট্রো আংশিক বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন চাকরিজীবীরা। 

জানা যায়, ফার্মগেট স্টেশনের কাছে একটি পিলারের উপরে ভায়াডাক্টের ৪টি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে গেলে এ ভোগান্তিতে পড়তে হয় মেট্রোরেল ব্যবহারকারীদের।  

এনএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মেট্রোরেল