আর্কাইভ থেকে ক্রিকেট

নির্ধারণ হল বিপিএলের ফাইনালের টিকিটের দাম

নির্ধারণ হল বিপিএলের ফাইনালের টিকিটের দাম
চলমান বিপিএলের টিকিটের মূল্য বার বার পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ পর্ব শেষে প্লে-অফের প্রথম দুই ম্যাচের জন্য টিকিটের দাম হুট করিয়ে বাড়িয়ে দেয়। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারের জন্য আকস্মিকভাবে প্রায় অর্ধেক দাম কমিয়ে দেয় বিসিবি। এবার ফাইনাল ম্যাচের টিকিটের দাম আবারও বাড়িয়ে দিল। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিসিবি জানায় বিপিএলের ফাইনালের জন্য নতুন নির্ধারিত মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। ফাইনাল ম্যাচের সর্বনিম্ন ৩০০ টাকায় পাওয়া যাবে টিকিট। আর সর্বোচ্চ টিকিটের দাম পাওয়া ২০০০ টাকা। বিসিবির জানায়, ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে সর্বনিম্ন্য ৩০০ টাকায়। নর্দার্ন আর সাউদার্ন স্ট্যান্ডের ও ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে যথাক্রমে ৪০০ ও ৮০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট মিলবে ১৫০০ টাকায়। আর গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের দাম সর্বোচ্চ ২০০০ টাকা। ম্যাচের টিকেট যথারীতি আগের দিন ও খেলার দিন সংগ্রহ করা যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট-সংলগ্ন কাউন্টার থেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্ধারণ | বিপিএলের | ফাইনালের | টিকিটের | দাম