আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য কম্বল দিল রোহিঙ্গা শরণার্থীরা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য কম্বল দিল রোহিঙ্গা শরণার্থীরা
ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের জনগণের জন্য কম্বল পাঠিয়েছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা। ৭০০ কম্বল ও ২০০ জ্যাকেট পাঠানো হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি)  আনাদুলু নিউজ এজেন্সির বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আনাদোলু এজেন্সি জানিয়েছে, কক্সবাজারের ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীরা তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ অনুদান দিয়েছে। সেই অর্থ দিয়ে কম্বল ও জ্যাকেট কেনা হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার অফিসে ওই সব পণ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা সাহাত জিয়া হিরো বলেছেন, বিপদের বন্ধুর প্রতি সংহতি জানাতেই এ উপহার দেয়া হয়েছে। তুর্কি ভাই ও বোনদের প্রতি এটা সীমাহীন ভালবাসা এবং সংহতির প্রকাশ মাত্র। রহিঙ্গাদের সংকটের শুরুতেই তুরস্ক তাদের সহযোগিতা করছিল। এখনও তারা সহযোগিতা অব্যাহত রেখেছে। গেলো ৬ ফেব্রুয়ারি ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্প আঘাত হানার নবম দিনে আরও নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে ভূমিকম্পে দুই দেশে সত্তর লাখের বেশি শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ’র মুখপাত্র জেমস ইল্ডার জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘তুরস্কের ১০টি প্রদেশে ৪ দশমিক ৬ মিলিয়ন অর্থাৎ ৪৬ লাখের মতো এবং সিরিয়ায় এ সংখ্যা আড়াই মিলিয়ন অর্থাৎ ২৫ লাখ শিশু ভূমিকম্পে আক্রান্ত হয়েছে। এরই মধ্যে হাজার হাজার শিশু মারা গেছে। এখন থেকে মৃত্যুর সংখ্যাই যে বাড়তে থাকবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন ভূমিকম্পে | ক্ষতিগ্রস্তদের | জন্য | কম্বল | দিল | রোহিঙ্গা | শরণার্থীরা