আন্তর্জাতিক

প্রতিশোধ নিতে ইসরাইলে রকেট-ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

 

ইসরাইলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর হামলায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় এই পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ।   

সোমবার স্থানীয় সময় সকালের দিকে এই হামলা চালোনো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র এই গোষ্ঠী।

হামলার বিষয়টি স্বীকার করে একটি বিবৃতি দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিবৃতিতে বলা হয়, ইসরাইল লক্ষ্য করে লেবাননের ভূখণ্ড থেকে কমপক্ষে ৩৫টি রকেট ছোড়া হয়েছে।

তবে হামলার ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি আইডিএফ। 

এনএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইলে