আর্কাইভ থেকে আওয়ামী লীগ

বাংলাদেশ এখন মিরাকল কান্ট্রি : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ এখন মিরাকল কান্ট্রি : পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ এখন মিরাকল কান্ট্রি। বাস্তববাদী পররাষ্ট্রনীতি এবং লেজুড়বৃত্তি না করার কারণে বিশ্বে উন্নয়নশীল বাংলাদেশের গ্রহণযোগ্যতা বেড়েছে। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন মিরাকল কান্ট্রি। শুধু আমেরিকা নয় সাউথ কোরিয়া, ভারতসহ অন্যান্য দেশও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। মন্ত্রী বলেন, গেলো কয়েক মাস ধরে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। সবাই বাংলাদেশের প্রশংসা করছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) আমেরিকান পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ফলপ্রসূ আলোচনা হয়েছে। মন্ত্রী আরও জানান, আমেরিকা ও কানাডা তাদের দেশে কিছু সংখ্যক রোহিঙ্গাকে নিয়ে যাবেন। বাকিদের তাদের নিজের দেশে পাঠানোর চেষ্টা করছে সরকার। এর আগে সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | এখন | মিরাকল | কান্ট্রি | | পররাষ্ট্রমন্ত্রী