আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনা টিকা না নেওয়ায় সিএনএন'র তিন কর্মী বরখাস্ত

করোনা টিকা না নেওয়ায় সিএনএন'র তিন কর্মী বরখাস্ত

করোনার টিকা না নিয়ে কর্মস্থলে যাওয়ায় তিন কর্মীকে বরখাস্ত করেছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন। স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের বরখাস্ত করে নোটিশ দেয় গণমাধ্যমটি। তবে বরখাস্ত হওয়া তিন কর্মী কোন অফিসে কাজ করতো তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সিএনএনের প্রেসিডেন্ট জেফ জাকার স্বাক্ষরিত একটি নোটিশ ওই তিন সংবাদকর্মীর কাছে পাঠানো হয়। ওই তথ্য তাদের হাতে আসার পরই নিউইয়র্ক টাইমসের সাংবাদকর্মী মিখাইল গ্রীনবাম এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে। এতেই তা সবার নজরে আসে।

নোটিশে সিএনএনের মালিক প্রতিষ্ঠান ওয়ার্নার মিডিয়ার সংবাদ ও খেলাধুলা বিভাগের সভাপতি জেফ জাকার বলেন, প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী কর্মস্থল এবং যারা বাইরে করছে তাদের সবার জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক। কারণ প্রতিনিয়ত অন্য সহকর্মীদের সংস্পর্শে যাচ্ছে তারা। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে বলে সতর্ক করেন জাকার।

করোনার সময় বাড়ি থেকেই অফিসের কাজ করলেও সম্প্রতি কর্মস্থলে ফিরেছে সিএনএনের এক তৃতীয়াংশের বেশি কর্মী।

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত সিএনএনের হেড অফিস থেকেই তাদের সব কার্যক্রম পরিচালিত হয়। তবে, তাদের ১৬টি অফিস রয়েছে বিশ্বের আরও সাতটি দেশে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | টিকা | নেওয়ায় | সিএনএনর | তিন | কর্মী | বরখাস্ত