আর্কাইভ থেকে আইন-বিচার

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী হত্যার অভিযোগ,শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার

পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী হত্যার অভিযোগ,শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার
স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ মুরশিদা বেগমকে (২৫) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক নিহতের স্বামী শাহিদুল ইসলাম। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুরের ভীমপুর ইউনিয়নের জন্তিগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন ছয়েফ উদ্দিন ও শাহারা খাতুন। তারা দুজন নিহতের শ্বশুর-শাশুড়ি। নিহতের বাবা মোশারফ হোসেন বলেন, শাহিদুল পরকীয়ায় জড়ানোর পর থেকে মেয়েকে অকারণে মারপিট করতেন। মেয়ে পরকীয়ার বিষয়টি আমাদের জানালে আমরা তাকে ধৈর্য ধরে সংসার করার কথা বলি। কিন্তু ইদানীং শাহিদুল আমার মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। প্রতিবেশীর কাছ থেকে ফোনে জানতে পারি মেয়ে মারা গেছে। পরে জন্তিগ্রামে গিয়ে দেখি বাড়ির বারান্দায় কাপড় দিয়ে মেয়ের মরদেহ ঢাকা। স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে শাহিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয় মুরশিদা বেগমের। তাদের আট মাস বয়সী সোবহানা নামে এক মেয়ে সন্তান রয়েছে। এরমধ্যে শাহিদুল ইসলাম তার প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপর থেকে সংসারে কলহ শুরু হয়। প্রায় এ নিয়ে স্ত্রী মুরশিদাকে শারীরিক নির্যাতন করতেন শাহিদুল। বুধবার সন্ধ্যায় কোনো এক সময় শ্বাসরোধে মুরশিদাকে হত্যা করা হয়। নিহতের গলার ডান পাশে থুতনির নিচে দাগ দেখা যায়। পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ সম্পর্কিত আরও পড়ুন পরকীয়ায় | বাধা | দেয়ায় | স্ত্রী | হত্যার | অভিযোগশ্বশুরশাশুড়ি | গ্রেপ্তার