আর্কাইভ থেকে এশিয়া

নিজের মেয়ের নামে নাম না রাখার ফতোয়া জারি করেছে কিম

নিজের মেয়ের নামে নাম না রাখার ফতোয়া জারি করেছে কিম
নিজের ইচ্ছেমতো উদ্ভট সব আইন পাশ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উন। তার পাশ করা আইনগুলো এতটাই উদ্ভট যে, চাইলেও নিজের পছন্দ অনুযায়ী চুল পর্যন্ত কাটতে পারেন না সেদেশের জনগণ। নিজে সর্বোচ্চ সুবিধা ভোগ করলেও দেশের জনসাধারণকে জোর করে আইন মানতে বাধ্য করেন তিনি। এবার নতুন একটি ‘ফতোয়া’ জারি করেছেন কিন জন উন। জানানো হয়েছে, কিমের মেয়ের নামে যেন দেশের কোনও মেয়ের নাম না হয়। যদিও কারো একই নাম থেকেও থাকে তবে তা অবিলম্বে বদলে ফেলতে হবে। কারণ আদরের মেয়ের প্রতি এটাই কিমের ভালবাসার প্রকাশ। কিম জং উনের মেয়ের নাম জু আয়ে। বছর দশ বয়স। ইতোমধ্যে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দেশের যে মেয়েদের নাম জু আয়ে তারা যেন দ্রুত তাদের নাম বদলে ফেলে। আগামী এক সপ্তাহের মধ্যে নাম বদলে ফেলতে হবে। উল্লেখ্য, কিম জং উনের তিন সন্তান। এদের মধ্যে কেবলমাত্র জু আয়েকেই প্রকাশ্যে দেখা গিয়েছে। গত বছরের নভেম্বর মাসে সেনা বাহিনীর প্যারেডের সময় দেখা গিয়েছিল কিম-কন্যাকে। ২০১৪ সালে নিজের নামের বিষয়ে একই ফরমান জারি করেছিল কিম। নির্দেশনা অনুযায়ী সবাই দ্রুত নাম বদলে ফেলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন নিজের | মেয়ের | নামে | নাম | রাখার | ফতোয়া | জারি | করেছে | কিম