আর্কাইভ থেকে বাংলাদেশ

‘জমে উঠেছে’ ছুটির দিনের বইমেলা

‘জমে উঠেছে’ ছুটির দিনের বইমেলা
অমর একুশে বইমেলার ১৭তম দিন চলছে। ছুটির দিনে জমে উঠেছে অমর একুশে বইমেলা। মেলার অন্য দিনগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় স্বাভাবিক থাকলেও বন্ধের দিনগুলোতে ভিড় বেড়ে যায় কয়েকগুণ। লেখক, পাঠক, দর্শনার্থী আর ক্রেতাদের নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে সোহরাওয়ার্দী উদ্যান। শিশুদের বই নিয়ে আলাদা ‘শিশু চত্বরে’শিশুদের উপস্থিতি দেখা গেছে। সময়ের সঙ্গে পাঠকদের উপস্থিতি আরও বাড়বে বলে আশা লেখক-প্রকাশকদের। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় সারাদিন ঘুরে এমন চিত্র দেখা গেছে। মেলার স্টল-প্যাভিলিয়নগুলোতেও বেড়েছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। শিশুদের আগমনে ফিরেছে বইমেলার উচ্ছ্বাস। পরিবার-পরিজনদের সঙ্গে অনেকেই উপস্থিত হতে দেখা যাচ্ছে এ মেলায়। বই কিনতে আসা আহসান আহমেদ বলেন, বই কিনতে এসে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। যদিও অন্যদিনগুলোতে এই ভিড় খুব একটা থাকে না। আজ ছুটির দিন হওয়াতে পরিবারসহ মেলায় এসেছি। কিছুটা ভোগান্তি পোহাতে হলেও, সবকিছু মিলিয়ে আনন্দ ভাগাভাগি করতে পেরে ভালোই লাগছে। বই কিনতে আসা আরাফাত বলেন, বন্ধু-বান্ধবসহ বই কিনতে মেলায় এসেছি। সবাই মিলে অনেকগুলো বই কিনেছি। জব কারায় অন্যদিনগুলোতে ছুটি পাওয়া যায় না, তাই আজ বন্ধুদের সঙ্গে বের হলাম। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সমসাময়িক বিশ্লেষণ নিয়ে লেখা বইগুলো পড়তে ভালো লাগে। একজন বই বিক্রেতা বলেন, আজ বইমেলা মোটামোটি জমজমাট লাগছে। অন্যদিনের তুলনায় বইও ভালোই বেচাকেনা হচ্ছে। তাই আজকের দিনটি আরও ভালো লাগছে। মেলায় সব বইপোকারা ঝাঁক বেঁধে এসেছেন। বই বিক্রেতা রনি আহমেদ বলেন, বইমেলায় ক্রেতা থেকে দর্শনার্থীরাই বেশি। এইখানে কেউ ঘুরতে এসেছেন। আবার অনেকেই পারিবারসহ সময় কাটাতে এসেছেন। অনেকে বই কিনতেও এসেছেন তবে তাদের সংখ্যা অপেক্ষাকৃত কম। উল্লেখ্য, ছুটির দিন হওয়ায় মেলা শুরু হয়েছে বেলা ১১টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। শুক্রবার ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। তাই আজ সকাল থেকে শুরু হয়েছে বইপ্রেমীদের আনাগোনা। স্টলে স্টলে ঘুরে বইয়ের মলাট উল্টে দেখে কিনে সুন্দর সময় পার করছেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন জমে | উঠেছে | ছুটির | দিনের | বইমেলা