আর্কাইভ থেকে দেশজুড়ে

দেশে ধর্মকে ব্যবহার করে একটি মহল রাজনীতি করার চেষ্টা করছে : রেলপথমন্ত্রী

দেশে ধর্মকে ব্যবহার করে একটি মহল রাজনীতি করার চেষ্টা করছে : রেলপথমন্ত্রী
মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলিম,বৌদ্ধ-খৃষ্টান সকল জাতি ধর্ম বর্ণ এক হয়ে কাঁধে কাধঁ মিলিয়ে এক হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ধর্মীয় সম্পৃতির অনন্য দৃষ্টান্তের এই দেশ ধর্মীয় নিরপক্ষতা বজায় রেখে সকলে সমান অধিকার নিয়ে এক গ্রামে সৌহাদ্য ও সম্পৃতির মধ্যে বসবাস করছি। বললেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপি। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পঞ্চগড় জেলার দেবীগঞ্জের শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধাম পেড়ালবাড়ী সমিতির ডাঙ্গায় রায় ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৮ তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে ক্ষত্রিয় মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শ্রী গোঁরাচাদ অধিকারী মহাসম্মেলনের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, ধর্মীয় সম্পৃতির এই দেশে ধর্মকে ব্যবহার করে একটি মহল রাজনীতি করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টার বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ডা.বসন্ত কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষত্রিয় মহাসম্মেলনে অন্যানের মধ্যে বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ রায়,সদস্য সচিব শ্রী হারাধন রায়,সম্মেলনের আহবায়ক শ্রী নির্মল চন্দ্র বর্মন,ভারতের জলপাইগুড়ি জেলার পঞ্চানন বর্মা স্মারক সমিতির সভাপতি ও জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ শ্রী বিজয় চন্দ্র বর্মন,সাধারন সম্পাদক শ্রী গিরীন্দ্র নাথ বর্মন,কলিকাতা ক্ষত্রিয় সমিতির সাধারণ সম্পাদক শ্রী ধীরেন্দ্র নার্থ বর্মা কেন্দ্রীয় যুব লীগ নেতা ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস,আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী,হাসনাৎজ্জামান চৌধুরী জর্জ ,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জীবধন বর্মন ও সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় বক্তব্য রাখেন। মহাসম্মেলনে পঞ্চগড়,ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার কয়েক হাজার ক্ষত্রিয় সম্প্রদায়ের নারী পুরুষ ও রায় ঠাকুর পঞ্চানন এর ভক্ত ভারতীয় শতাধিক ক্ষত্রিয় সম্প্রদায়ের মানুষ অংশ নেন।  জন্মোৎসব উদযাপন উপলক্ষে দিন ব্যাপি পুর্জা অর্চনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে তিন দিন ব্যাপি মেলার আয়োজন করা হয়।  

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | ধর্মকে | ব্যবহার | করে | মহল | রাজনীতি | করার | চেষ্টা | করছে | | রেলপথমন্ত্রী