আর্কাইভ থেকে বাংলাদেশ

স্ত্রীর গয়না বন্ধক রেখে এলাকাবাসীর সেবায় অক্সিজেন কিনলেন রুবেল

স্ত্রীর গয়না বন্ধক রেখে এলাকাবাসীর সেবায় অক্সিজেন কিনলেন রুবেল

করোনা পরিস্থিতিতে দেশজুড়ে অক্সিজেনের আকাল। আর এমন সময় অভিনব উদ্যোগে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন মো. রুবেল দেওয়ান নামের এক ব্যক্তি। স্ত্রীর গয়না বন্ধক রেখে তিনি কিনলেন অক্সিজেন সিলিন্ডার। এখন করোনায় আক্রান্ত কোনো রোগীর পরিবার ফোন করলেই সেই অক্সিজেন রোগীর বাড়িতে পৌঁছে দিচ্ছেন তিনি।

চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকার ইদ্রিস দেওয়ানের ছেলে রুবেল দেওয়ান। তিনি ফরিদগঞ্জ উজেলায় গ্রামীণফোন কোম্পানির ফিল্ড সুপারভাইজার হিসেবে চাকরি করছেন। স্ত্রী নাছরিন আক্তার ও কন্যাসন্তানকে নিয়ে ফরিদগঞ্জ পৌর এলাকায় ভাড়া থাকেন।

কিছুদিন ধরে চাঁদপুর করোনায় আক্রান্ত ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এর মধ্যেই রুবেলের গ্রামের বাড়ি ইসলামপুর গাছতলা এলাকায় মধ্যবয়স্ক এক নারী করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে মারা যান। এলাকার অনেকেই আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ছোটাছুটি করার বিষয়টি রুবেলের মনকে নাড়া দেয়।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক গ্রুপে পোস্ট করেন। এরপর এলাকার এলাকায় বন্ধুবান্ধব এবং প্রবাসী-স্বজনদের সঙ্গে আলাপ করেন রুবেল। সবাই তাকে সাধুবাদ জানালেও কেউ অর্থসহায়তা করেনি। পরে স্ত্রীর কাছ থেকে গয়না নিয়ে পরিচিত একজনের কাছে ১৬ হাজার ৫০০ টাকা বন্ধক রেখে একটি অক্সিজেন সিলিন্ডার কিনে তা করোনা রোগীকে পৌঁছে দেন।

রুবেল জানান, করোনাকালীন অর্থাভাবে নিজেও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি। করোনায় আক্রান্ত রোগীরা শ্বাসকষ্টে মৃত্যুবরণ করছে। একটি অক্সিজেন সিলিন্ডারের জন্য মানুষ দুর্ভোগে পড়ছে, যা আমার হৃদয়ে আঘাত করে। এরপরই মানুষের কষ্ট লাঘবে অক্সিজেন সিলিন্ডার কেনার উদ্যোগ নিই। সবার সাথে যোগাযোগ করেছি কিন্তু কাউকে পাশে পাইনি। পরে স্ত্রীর গয়না বন্ধক রেখে অক্সিজেন সিলিন্ডার কিনে নিয়ে আসি।

আমি অনেক আনন্দিত, কারণ আমার স্ত্রী ও আমার পরিবার পাশে রয়েছে। গয়না বন্ধক দেওয়ার সময় আমার স্ত্রী কোনো বাধা দেননি। এখন আমার পাশে এলাকার সবাই এগিয়ে এসেছেন।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন স্ত্রীর | গয়না | বন্ধক | রেখে | এলাকাবাসীর | সেবায় | অক্সিজেন | কিনলেন | রুবেল