মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাড়া বাড়িতে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টাসহ লুটপাটের অভিযোগ উঠছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এ বিষয়ে ভুক্তভোগী হালিমা বেগম বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কেয়াইন ইউনিয়নে নিমতলা সুখের ঠিকানা আবাসিক এলাকার ৩নং সড়ক, ব্লক-বি এর ৩৯ নং বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হালিমা বেগমের ভাড়া বাড়িতে হানিফ শেখ, ওসমান ও জাহিদ শেখ আরও ২/৩জন নিয়ে যায়। এসময় সে ও তার স্বামী মনির হোসেন বাড়িতেই ছিলেন। তারা রুমের ভিতরে ঢুকে তাকে ও তার স্বামীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বিবাহের কাবিননামা দেখাতে বলে। কাবিননামা দেখালে সেটি ভুয়া বলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হলে তার স্বামীকে মারধর করে। তার গলায় থাকা চেইন নেওয়ার কথা বলে স্পর্শকাতর জায়গায় হাত দেয় ও শ্লীলতাহানী করে। পরে তার স্বামীকে রুমের ভিতর হাত পা বেঁধে জোর পূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে ও সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত তাদের উপর নির্যাতন চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও খালি চেকে স্বাক্ষর করে নেয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কেএস//