আর্কাইভ থেকে জাতীয়

২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ১১৪ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ১১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অব্যাহত রয়েছে।  ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও এর উপসর্গ নিয়ে ১১৪ জনের মৃত্যু হয়েছে। জেলার হাসপাতালগুলোতে সিট না পেয়ে দুর্ভোগ পোহাচ্ছেন রোগীরা।

এদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে মারা গেছেন ১১ জন, আক্রান্ত হয়েছেন ৩৫৬ জন। চট্টগ্রামে আক্রান্তের হার কমলেও বেড়েছে মৃত্যুর হার। ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। ফরিদপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় ১২ জন মারা গেছেন। এছাড়া, মানিকগঞ্জে ছয়জন, চুয়াডাঙ্গায় চারজন, খুলনায় দুইজন, ঝিনাইদহে চারজন, ভোলায় সাতজন ও দিনাজপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

এদিকে, দেশের গ্রামাঞ্চলে ঘরে ঘরে ঠান্ডা ও সর্দি জ্বর দেখা দিয়েছে। কিন্তু করোনা পরীক্ষার আগ্রহ কম দেখা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ২৪ | ঘণ্টায় | দেশের | বিভিন্ন | জেলায় | করোনা | ১১৪ | জনের | মৃত্যু