আর্কাইভ থেকে ফুটবল

লাইপজিগ-ম্যান সিটি সমানে সমান

লাইপজিগ-ম্যান সিটি সমানে সমান
চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের মাঠে হোঁচট খেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথমার্ধে মাঠ দখলে ছিলো সিটির আর বাকি অংশের দখল ছিলো জার্মান ক্লাব লাইপজিগের। এমনকি তারা গোল শোধ করার পরও চাপে থাকা সিটিকে উদ্ধারে একাদশে কোনো পরিবর্তন আনেননি পেপ গার্দিওলা। এদিন ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের মাঠে বল দখল ও আক্রমণে আধিপত্য করে সিটি। লাইপজিগ খেলোয়াড়দের হারানো বল ধরে জার্মান মিডফিল্ডার গুনদোয়ানকে পাস দেন জ্যাক গ্রিলিশ। গুনদোয়ানের ফ্লিক থেকে রিয়াদ মাহরেজ এবং সেখান থেকে স্পট কিক সমান দূরত্বে নেওয়া শট জালে জড়ান তিনি। ফলে ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে ঘুরে যায় খেলার মোড়। এবার যেনো লাইপজিগ একাই খেলতে নামে! বিরতির আগে দাপট দেখানো সিটিকে এরপর চেপে ধরে তারা। ৬৩তম মিনিটে আন্দ্রে সিলভার দারুণ চেষ্টা সিটি গোলরক্ষক ব্যর্থ করে দেন। এর মিনিট পাঁচেক পর দ্বিতীয়ার্ধে প্রথম সুযোগ পায় সিটি। প্রতি আক্রমণের পর শটটি লক্ষ্যে রাখতে পারেননি আর্লিং হলান্ড। ৭০তম মিনিটে আবারও সিটির পোস্টে লাইপজিগের শট। তবে এবারও কর্নার বানিয়ে গোল ঠেকান এডারসন। এরপর কর্নার থেকে ভেসে আসা বল ক্রোয়াট ডিফেন্ডার গাভারদিওল সবার উঁচুতে লাফিয়ে হেড দিয়ে গোলের সমতায় ফেরান। আগামী ১৪ মার্চ সিটির মাঠে ফিরতি লেগে দুই দলের ভাগ্য নির্ধারিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন লাইপজিগম্যান | সিটি | সমানে | সমান