আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৬৪ জনের মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৬৪ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ১৬১ জনে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে।

মঙ্গলবার (১০ আগস্ট জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সোমবার (৯ আগস্ট) করোনায় মৃতের সংখ্যা ছিল ২৪৫ জন। এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। ওইদিন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২০১ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৮ হাজার ৪১৬ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৪২৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮২ লাখ ১২ হাজার ৪১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ।

এছাড়া ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৯২ জন মারা গেছেন। এদিকে চট্টগ্রামে ৬০, রাজশাহীতে ২৫, খুলনায় ২৭, বরিশালে ১১, সিলেটে ১৭, ময়মনসিংহে ১৮ ও রংপুরে ১৪ জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় । আর ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন করোনায় | গত | ২৪ | ঘণ্টায় | আরও | ২৬৪ | জনের | মৃত্যু