আর্কাইভ থেকে জাতীয়

১৯ দিন পর আজ থেকে স্বাভাবিক হলো দেশ

১৯ দিন পর আজ থেকে স্বাভাবিক হলো দেশ

১৯ দিন পর আজ থেকে স্বাভাবিক হলো দেশ। খুলেছে সরকারি-বেসরকারি সব অফিস। যদিও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির খুব একটা উন্নতি নেই।
 
বিপণিবিতান-দোকানপাটও খুলেছে আজ থেকে। কর্মস্থলে যোগ দিতে, গত রাতেও ঢাকায় ফিরেছেন অনেকে। শতভাগ আসনপূর্ণ করে চলছে গণপরিবহন। বাড়েনি ভাড়া। 

তবে, স্বাস্থ্যবিধিতে যেন শিথিল না হয়; তা নিশ্চিতের দাবি জানিয়েছেন অনেকে। 

মহামারি থাকলেও মানুষের জীবিকা রক্ষা ও অর্থনীতির কর্মকাণ্ড সচল রাখার তাগিদ রয়েছে সরকারের ওপর। সংকটে পরা বিভিন্ন পেশার মানুষও আর মানতে চাচ্ছে না বিধিনিষেধ। তাই জীবিকা ও অর্থনীতিকে প্রাধান্য দিয়ে আপাতত লকডাউন থেকে সরে এসেছে সরকার। এই প্রেক্ষাপটে মাস্ক পরাসহ কঠোর স্বাস্থ্যবিধি মানা এবং বিপুল সংখ্যক মানুষকে টিকা দেয়ার মাধ্যমে করোনা সংক্রমণ মোকাবিলা করতে চাইছে সরকার।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ১৯ | দিন | আজ | স্বাভাবিক | হলো | দেশ