আর্কাইভ থেকে ফুটবল

ন্যু ক্যাম্প থেকে সরিয়ে ফেলা হলো মেসির ছবি

ন্যু ক্যাম্প থেকে সরিয়ে ফেলা হলো মেসির ছবি

লিওনেল মেসি যখন প্যারিসের বিমানে ওঠায় ব্যস্ত, তখন ন্যু ক্যাম্প থেকে সরিয়ে ফেলা হলো তার সকল ছবি। স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে এই তারকার ছবি, পোস্টার, বিলবোর্ড মুছে দিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। মঙ্গলবার এই পোস্টার সরানোর ভিডিও বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
 
ন্যু ক্যাম্পের বাহিরের দেয়াল, ভেতরের গ্যালারিসহ যত জায়গায় মেসির ছবি লাগানো ছিল, সব জায়গা থেকে নামিয়ে আনা হয়েছে মেসির ছবি। লিওনেল মেসির পিএসজিতে যাওয়ার বিষয় নিশ্চিত হওয়ার পরপরই বার্সেলোনা তাদের সদ্য সাবেক হওয়া সুপারস্টারের ছবি ন্যু ক্যাম্প থেকে সরানোর কাজ জোরদার করে।

২০০৪-২০০৫ মৌসুমে থেকেই ক্লাবটির পোস্টার বয় হিসেবে সব প্রচার-প্রচারণার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। এতগুলো বছর পর্যন্ত তার সতীর্থদের ছবিতে অদলবদল আসলেও মেসি ছিলেন অপরিবর্তনীয়। তবে ২১ বছরের সম্পর্কে ইতি আসায় শুরু হয়েছে তার ছবি সরানোর কাজ। 

ন্যু ক্যাম্পের সামনে পোস্টারের মাঝ বরার মেসির ছবিটা ছিড়ে ফেলা হয়। মুছে দেয়া হয় অন্য যায়গায় মেসির যতি ছবি আছে- সবগুলোই। ন্যু-ক্যাম্পের প্রবেশ পথের দেয়ালের ওপর যে পোস্টার আাঁটা ছিল, সেখানেও শোভা পাচ্ছিলো মেসির ছবি।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ন্যু | ক্যাম্প | সরিয়ে | ফেলা | হলো | মেসির | ছবি