জাতীয়

৭ খুনের বিচারের দাবিতে নৌযান শ্রমিকদের কর্মবিরতির ঘোষণা

চাঁদপুরে মেঘনায় পণ্যবাহী জাহাজে সাত খুনের রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে আজ রাত ১২টা ০১ মিনিট  থেকে অর্থাৎ ২৭ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছেন পণ্যবাহী নৌযান শ্রমিকেরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন,এ ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল এমভি আলবাখেরা জাহাজের আট স্টাফকে ঠান্ডা মাথায় যেভাবে কুপিয়েছেন এবং বিশাল একটি জাহাজ একাই চালিয়েছেন, এটা আদৌ সম্ভব না। এটা তার একার কাজ হতে পারে না। আকাশ মণ্ডলের মাত্র এক মাসের বেতন বকেয়া ছিল। সামান্য বকেয়ার জন্য এই ঘটনা বোধগম্য নয়।

ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে শাহ আলম বলেন, সারাদেশে ১০ হাজার ছোটবড় পণ্যবাহী নৌযান ও লক্ষাধিক শ্রমিকের নিরাপত্তাও তারা দাবি করছেনযারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণও দাবি জানান

এদিকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে শ্রমিক ফেডারেশন জানায়, জনদুর্ভোগ বিবেচনায় আপাতত সব ধরণের যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন কর্মবিরতি