শিক্ষার্থীদের আন্দোলনের কারণে হোস্টেল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৭ ফেব্রয়ারি) সকালেই শিক্ষার্থীরা হোস্টেলে উঠেন। ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জেনিথ খান জানান, হোস্টেলে উঠতে পেরে তারা খুবই আনন্দিত। কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত সময়োপযোগী বলে তিনি মনে করেন।
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রকিব জানান, কারিগরি অধিদপ্তরের মহা পরিচালকের পক্ষ থেকে ৬০ শতাংশ শিক্ষার্থীকে হোস্টেলে উঠার অনুমতি দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আজ বুধবার হোস্টেল খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরাও সেটা মেনে নিয়েছে।
উল্লেখ্য, হোস্টেল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে আন্দোলনে নামেন কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। হোস্টেল খোলার দাবিতে তারা সোমবার রাত থেকে ক্যাম্পাস প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করেন।
রাইদুল শুভ