জুলাই মাসে আইসিসির সেরা ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। ভোটাভুটির মাধ্যমে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত করে আইসিসি।
মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে 'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ' বা মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বিশ্বসেরা অলরাউন্ডার। এর আগে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন মুশফিক।
অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পেছনে ফেলে জুলাই মাসের সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। বুধবার এক বিবৃতিতে জুলাই মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আইসিসি।
মেয়েদের মধ্যে এ মাসে সেরা ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলর।
এস