ক্রিকেট

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ওপেনার, সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট হাতে দেশের জন্য ভরসার নাম হয়ে উঠেছিলেন তিনি। দীর্ঘ খেলোয়াড়ি জীবনে অসংখ্য রেকর্ড গড়েছেন, দলের সাফল্যে রেখেছেন অসামান্য ভূমিকা। আর সেই তামিমই খেলোয়াড়ি অধ্যায় শেষ করে এবার বোর্ডে থেকে বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখার স্বপ্ন দেখেছিলেন। বিশেষ করে ক্রিকেট অপারেশনে সরাসরি যুক্ত হয়ে খেলার উন্নয়নে কাজ করার ইচ্ছা ছিল তার।

কিন্তু সেই স্বপ্ন আপাতত থেমে গেল বিসিবি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে।

বুধবার (০১ অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সরে দাঁড়ালেন তামিম। যদিও এ বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। সকাল থেকেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তার উপস্থিতি নিয়ে গুঞ্জন চলছিল। দুপুর নাগাদ সেটিই সত্যি হলো।

শুধু তামিম নন, একই দিনে আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর মধ্যে রয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবু। ফলে নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক আরও বেড়েছে।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচন হয় তিনটি ক্যাটাগরিতে। এ বছর ক্যাটাগরি–১ (জেলা ও বিভাগ) থেকে ২৫ জন, ক্যাটাগরি–২ (ঢাকার ক্লাব) থেকে ৩২ জন এবং ক্যাটাগরি–৩ থেকে ৩ জন মনোনয়ন দাখিল করেছিলেন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

১৭১ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন বোর্ডের ২৫ জন পরিচালক। এর মধ্যে ১২ জন আসবেন ক্লাব ক্রিকেট থেকে, ১০ জন বিভাগ ও আঞ্চলিক পর্যায় থেকে, একজন জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে এবং ২ জন জাতীয় ক্রীড়া পরিষদ কোটায়। এরপর নির্বাচিত পরিচালকরা নিজেদের মধ্যে ভোট দিয়ে বেছে নেবেন বিসিবি সভাপতি।

তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহার অনেকের কাছে বিস্ময়কর হলেও এটাকে ক্রিকেট রাজনীতির নতুন সমীকরণ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তার না থাকায় পরিচালকের লড়াইয়ে চিত্র অনেকটাই বদলে যাবে বলে ধারণা করছেন তারা।

বাংলাদেশ ক্রিকেটের মাঠের ভেতর ও বাইরে তামিম ইকবাল সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। এ প্রজন্মের সবচেয়ে সফল ব্যাটসম্যানদের একজন হয়েও তিনি নানা বিতর্কে জড়িয়েছেন। এবারও সেই আলোচনার কেন্দ্রেই থাকলেন তিনি—তবে ব্যাট হাতে নয়, বিসিবি নির্বাচনের মঞ্চে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #তামিম ইকবাল