খেলাধুলা

নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব খেলা বর্জনের হুঁশিয়ারি ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক

বিসিবির পরিচালক নাজমুল ইসলামের ধারাবাহিক বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন দেশের ক্রিকেটাররা। সর্বশেষ ক্রিকেটারদের বেতন নিয়ে করা মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এর জেরে আগামীকাল বিপিএলের ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে বলেন, নাজমুল ইসলাম যদি আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদ ছাড়েন না, তাহলে ক্রিকেটাররা আর কোনো ধরনের খেলায় অংশ নেবেন না।

এর আগে বিকেলে নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, ওই বক্তব্য অনুপযুক্ত, আপত্তিকর কিংবা ক্রিকেটারদের জন্য আঘাতজনক হিসেবে বিবেচিত হতে পারে। 

তবে বোর্ড স্পষ্ট করে জানায়, অনুমোদিত চ্যানেল ছাড়া কোনো পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বিসিবির নীতি বা অবস্থানকে প্রতিফলিত করে না।

বিসিবি আরও জানায়, ক্রিকেটারদের প্রতি অসম্মান বা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বোর্ড পুনরায় আশ্বস্ত করে যে, দেশের প্রতিনিধিত্বকারী ক্রিকেটারদের প্রতি তাদের পূর্ণ সম্মান ও সমর্থন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে বোর্ড পরিচালক নাজমুল সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া প্রসঙ্গে ‘দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত’ এমন মন্তব্য করেন তামিম। এর জেরে তামিমকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। তখনও কোয়াব এর প্রতিবাদ করেছিল।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #খেলা #কোয়াব #ক্রিকেট