মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বসতে যাচ্ছে ক্রিকেটের মহা আয়োজন এশিয়া কাপ। ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী ৯ই সেপ্টেম্বর। এবারের স্বাগতিক দল সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এই তিনটি স্টেডিয়ামে
অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ।টুর্নামেন্টে অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত,বাংলাদেশসহ ৮টি দল। দলগুলো হল সংযুক্ত আরব আমিরাত ,বাংলাদেশ,ওমান, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং এই দলগুলো নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে মাঠে নামবে। এবারের আসরে প্রতিটি ম্যাচই আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও বিশেষ করে প্রবাসী বাংলাদেশীরা তাকিয়ে আছেন দলের পারফরম্যান্সের দিকে । তবে এবারের আসরে নিজেদের সেরাটা দিয়ে লড়তে হবে তাদের। প্রবাসী বাংলাদেশীরা জানান, কাজ থেকে এসে বাংলাদেশের খেলা দেখতে যাবে। কারণ নিজের দেশ বলে কথা প্রবাসে কাজের পাশাপাশি নিজেদের দল বাংলাদেশ ক্রিকেট দলকে সাপোর্ট করবে তারা।
তাই টাইগাররা কতটা শক্তিশালী তা দেখার অপেক্ষায় সবাই।টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য আমিরাত সরকার এবং ক্রিকেট বোর্ড সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। খেলোয়াড়দের জন্য সর্বাধুনিক সুযোগ-সুবিধা থেকে শুরু করে দর্শকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা - সবকিছুতেই কঠোর নজর রাখা হয়েছে। টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। গ্যালারি ভর্তি দর্শক নিয়ে প্রতিটি ম্যাচই যেন এক উৎসবের রূপ নেবে।
সব মিলিয়ে, এবারের এশিয়া কাপ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং আরব আমিরাতের বুকে ক্রিকেটপ্রেমীদের এক মিলনমেলা। এখন শুধু অপেক্ষা মাঠের লড়াই শুরু হওয়ার। কোন দল শেষ হাসি হাসে, সেটাই এখন দেখার বিষয়।