আগামী এসোসিয়েশন অব সাউথ এশিয়ান ন্যাশনস, এএএসইএন সামিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণে বিরুদ্ধে কুয়ালালামপুরের প্রতিবাদ জানিয়েছেন শত শত বিক্ষোভকারী।
শনিবার (০৬ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা প্যালেস্টাইন পতাকা উড়িয়ে, ঢাক বাজিয়ে স্লোগান দেন। এসময় ট্রাম্পকে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী’ হিসেবে আখ্যায়িত করেন বিক্ষোভকারীরা। তাদের দাবী ট্রাম্প এই সম্মেলনে যোগ দিলে উদ্দেশ্য ব্যাহত হবে।
গেল জুলাই মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা করেছিলেন, ট্রাম্প অক্টোবর মাসে ৪৭তম এএএসইএন সামিটে যোগ দিবেন।