আর্কাইভ থেকে জাতীয়

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়ে পররাষ্ট্রমন্ত্রীর আবেদন

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়ে পররাষ্ট্রমন্ত্রীর আবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আত্মস্বীকৃত পলাতক খুনি নূর চৌধুরীকে ফেরত চেয়ে কানাডাকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারিনা গোল্ডের সঙ্গে ভার্চ্যুয়াল এক বৈঠকে এ অনুরোধ জানান মোমেন। বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠকে রোহিঙ্গাদের সহায়তার জন্য কানাডাকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া যে লড়াই চালিয়ে যাচ্ছে, সেখানে গাম্বিয়াকে সহায়তার জন্য অনুরোধ জানান মন্ত্রী।

১০ আগস্ট থেকে তিন দিনব্যাপী ভার্চ্যুয়ালি ঢাকা সফর করছেন ক্যারিনা গোল্ড।

তিনি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। বাংলাদেশে কানাডার উন্নয়ন প্রকল্প ও দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলাপ করছেন।

বৈঠকে রোহিঙ্গাদের টিকা দেয়ার বিষয়ে অবহিত করেন মোমেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কানাডার সহায়তা চান তিনি।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন বঙ্গবন্ধুর | খুনি | নূর | চৌধুরীকে | ফেরত | চেয়ে | পররাষ্ট্রমন্ত্রীর | আবেদন