আইন-বিচার

আনিসুল-সালমান-পলকসহ ১১ জন নতুন মামলায় গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা আলাদা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও এমপিসহ ১১ জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালত এ আদেশ দেন।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক এমপি মো. সাদেক খানকে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক এমপি ও ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 এদিকে, পল্টন থানার মামলায় সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 বিভিন্ন মামলায় জুনায়েদ আহমেদ পলকসহ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও উপদেষ্টাসহ ১১ জনকে আজ আদালতে তোলা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন জুনায়েদ আহমেদ পলক