পাকিস্তানের জয়ের অপেক্ষা পূরণ হয়ে গেলো। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে সিরিজের শেষ ম্যাচটিতে হারিয়ে তিন ম্যাচের তিনটিই জিতেছে এশিয়ার দেশটি। এতে প্রথমবারের মতো প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করার স্বাদ পেলো দলটি।
ঘরের মাটিতে এর আগে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়নি দক্ষিণ আফ্রিকা। এই অভিজ্ঞতা তাদের জন্য প্রথম।
বৃষ্টির কারণে ম্যাচটি হয়েছে ৪৭ ওভারে। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩০৮ রান তোলে। এই রান তাড়া করতে গিয়ে ৪২ ওভার খেলে ২৭২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে আব্দুল্লাহ শফিকের উইকেট হারিয়েছে পাকিস্তান। এরপর সাইম আইয়ুব ও বাবর আজম মিলে দুর্দান্ত এক জুটি গড়েন। নিজ খাতায় ৫২ রান তুলে বিদায় নেন বাবর।
সাইম অবশ্য থামার পাত্র ছিলেন না। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে এগিয়ে যেতে থাকেন তিনি। সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন ৩৪ ওভারে গিয়ে। ৯৪ বল খেলে ১৩ চার ও ২ ছক্কায় ১০১ রান করে প্যাভিলিয়নে ফেরেন এই বাঁহাতি ওপেনার।
রিজওয়ানের ব্যাটে আসে ৫৩ রান। ওদিকে ৩৩ বল খেলে ৪৮ রানের ঝড় তোলেন সালমান আগা।
পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ৩০৮ রানের সংগ্রহ তোলে।
জবাবে ব্যাট করতে নেমে হাইনরিখ ক্লাসেন একপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করেন। তিনি ৪৩ বল খেলে ১২ চার ও ২ ছক্কায় ৮১ রান করেছেন। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন করবিন বচ।
পাকিস্তানের পক্ষে বল হাতে সুফিয়ান মুকিম একাই ৪ উইকেট নিয়েছেন।
এম এইচ//