সবে বিয়ের ছয় মাস পার করেছেন সোনাক্ষী সিন্হা ও জাহির ইকবাল। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। কিন্তু এর মধ্যেই স্বামী জাহিরের প্রতি অনুযোগ করে বসলেন সোনাক্ষী। এক মুহূর্ত নাকি শান্তিতে থাকতে দেন না জ়াহির। স্বামী কীর্তির ভিডিও দিলেন সোনাক্ষী নিজেই।
বর্তমানে অস্ট্রেলিয়ায় ছুটি কাটাচ্ছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। নানা সুন্দর মুহূর্ত ভাগ করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল। যেখানে জাহিরকে দেখা গেছে আচমকা সোনাক্ষীকে পেছন থেকে সমুদ্রের দিকে ঠেলে ফেলে দিতে। স্বামীর এমন মজায় খানিকক্ষণের জন্য থমকে যান সোনাক্ষী। বুঝে উঠতে পারেন না ঠিক কী হচ্ছে। এমনকী একের পর এক ঢেউয়ের দাপটে পানি থেকে উঠতেও পারছিলেন না তিনি।
জাহিরের এই আচমকা কাণ্ড যে সোনাক্ষী খুব একটা আশা করেননি, তা বোঝা যাচ্ছিল অভিনেত্রীর চোখ-মুখ দেখে। সোনাক্ষী তার ইনস্টাগ্রামে বেশ কিছু মজার ভিডিও শেয়ার করেছেন। যেখানে সোনাক্ষীকে দেখা যাচ্ছে জাহিরের সঙ্গে মজা করতে। ভিডিওর শুরুতে সোনাক্ষীকে সমুদ্র তীরে ঢেউ উপভোগ করতে দেখা যায়। সেই সময়ই জাহির পিছন থেকে এসে তাকে পানিতে ঠেলে ফেলে দেন।
সোনাক্ষী সমুদ্রের ঢেউ সামলে উঠে পালানোর চেষ্টা করতে থাকেন অনবরত। বউয়ের এমন অবস্থা দেখে সামনে দাঁড়িয়ে থাকা জাহির সেই মুহূর্তটা ভীষণই উপভোগ করতে থাকেন। সোনাক্ষী পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘এই ছেলেটি আমাকে শান্তিতে ভিডিও করতেও দেবে না’ এর আগে সোনাক্ষী তার ইনস্টাগ্রাম স্টোরিতে আরও একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে সোনাক্ষীর হাই জাম্প দেখে হেসে খুন জাহির।
জেএইচ