বলিউডের বলিউডের অন্য দম্পতিদের থেকে বেশ খানিকটা আলাদা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। গেলো বছরের জুন মাসে চার হাত এক করেছেন তারা। ভিন্ন ধর্মে বিয়ে নিয়েও আলোচনা-সমালোচনা কম হয়নি। তবুও দীর্ঘদিনের প্রেমিককে নিয়ে সুখেই দিনপার করেছেন সোনাক্ষী।
বিয়ের আট মাসে বেশিরভাগ সময়ই সোনাক্ষীকে স্বামী জাহিরের সাথেই দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব মুহুর্তের ছবিও তারা প্রকাশ করে।
তবে এবার দোল উৎসবে সোনাক্ষীর পাশে দেখা যায়নি জাহিরকে। আর এ নিয়েই সমালোচনায় মেতে উঠেন নেটিজেনরা।
তাদের একাংশ মনে করে ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় ধর্মীয় রীতি বা অনুষ্ঠানাদি নিয়ে দূরত্বের মাঝে আছেন সোনাক্ষী-জাহির দম্পতি। নেটিজেনদের ধারণা হয়তো এ বিষয় নিয়েই পারিবারিক দ্বন্দ্বে আছেন তারা।
সামাজিক মাধ্যমে দোল উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সাদা পোশাকে রঙে মাখামাখি অবস্থায় নিজের ছবি শেয়ার করে ভক্তদের শুভেচ্ছা জানান তিনি। তবে ছবিতে তার স্বামী জাহির ইকবালের অনুপস্থিতি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন নেটিজেনরা।
সোনাক্ষী নিজেই জানিয়েছেন তার স্বামীর অনুপস্থিতির কারণ। তিনি জানান, ‘আমি বর্তমানে ‘জটাধরা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। জাহির এখন মুম্বাইয়ে। কাজের জন্য আমরা আলাদা রয়েছি।’ অভিনেত্রী আরও জানান, ‘সবাই নিজেদের আনন্দ করুন, দোল খেলুন, মাথা ঠান্ডা রাখুন।’
প্রসঙ্গত, সোনাক্ষীর ভিন্ন ধর্মের বিবাহ নিয়ে সিনহা পরিবারে উত্তেজনার কথা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বোনের বিয়েতে উপস্থিত ছিলেন না দুই ভাই লব ও কুশ। এমনকি বিয়ের পর থেকেই সোনাক্ষীর ধর্মান্তরণের প্রসঙ্গটি বারবার উঠে এসেছে।
এমএ//