আর্কাইভ থেকে এশিয়া

তালেবানের পুনরুত্থান নিয়ে উদ্বিগ্ন মালালা

তালেবানের পুনরুত্থান নিয়ে উদ্বিগ্ন মালালা

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ায় দেশটির নারী, সংখ্যালঘু এবং মানবাধিকার সমর্থকদের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মালালা ইউসুফজাই। তালেবানদের পুনরুত্থানের ঘটনায় পুরোপুরি ধাক্কা খেয়েছেন বলেও জানান তিনি।

রোববার এক টুইট বার্তায় এসব উদ্বেগের কথা জানান পাকিস্তানের আলোচিত মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। টুইটে বৈশ্বিক, আঞ্চলিক এবং স্থানীয় শক্তিগুলোকে যুদ্ধবিরতির জন্য আফগানিস্তানের পাশে থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও আক্রান্ত জনগণ, শরণার্থী ও বেসামরিকদের মানবিক সহায়তা করার কথাও বলেছেন এই নোবেলজয়ী মানবাধিকারকর্মী।

২০১২ সালে নারীশিক্ষার পক্ষে প্রচারাভিযান চালানোয় মালালাকে গুলি করে তালেবান। গুলি গিয়ে তার মাথায় লাগে। পরে চিকিৎসার জন্য মালালাকেদেশের বাইরে নেওয়া হয়। সেখানে জটিল অস্ত্রোপচারের পর সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি। পড়ালেখা করেন ব্রিটেনে।

বর্তমানে ২৩ বছর বয়সী মালালা নারীশিক্ষা ও মানবাধিকারের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার পর খুব অল্প সময়েই দেশটির বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে তালেবানরা। গতকাল রোববার রাজধানী কাবুলও দখলে নেয় তারা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন তালেবানের | পুনরুত্থান | নিয়ে | উদ্বিগ্ন | মালালা