আর্কাইভ থেকে অপরাধ

লক্ষ্মীপুরে কিশোরীর সাথে প্রতারণা, বিয়ের আসর থেকে বর আটক

লক্ষ্মীপুরে কিশোরীর সাথে প্রতারণা, বিয়ের আসর থেকে বর আটক

লক্ষ্মীপুরে এক কিশোরীর সাথে প্রতারণা করে অন্যত্র বিয়ে করার সময় বিয়ের আসর থেকে বরকে আটক করেছে পুলিশ। প্রতারক ওই যুবকের নাম মোঃ মনির হোসেন (২৮)।

সে একই গ্রামের লোকমান হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় চলছে।

জানা যায়, গত এক বছর ধরে প্রতিবেশী মোবাশ্বেরার বাপের বাড়ির নুর আলমের মেয়ে মারজাহান আক্তার রেনুর সাথে পরকিয়া সম্পর্ক চলছিলো তার। বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ  মেলামেশা করে আসছিলো সে। এক পর্যায়ে কিশোরী রেনু অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি মনির টের পেয়ে কৌশলে রেনুকে হাসপাতালে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে গর্ভের-বাচ্চাটি নষ্ট করে দেয়।

শনিবার (১৪ আগষ্ট) মনির অসহায় রেনুকে বিয়ে করবে বলে লক্ষ্মীপুর ঝুমুর সিনেমা হল এলাকায় এনে রাস্তায় রেখে পালিয়ে যায়।

একই দিন রাত ১১টায় লক্ষ্মীপুর কাজী অফিসের মাধ্যমে তিন লাখ টাকা দেনমোহরে চরভূতি গ্রামের আব্দুস শহীদের মেয়ে বিবি আছিয়াকে বিয়ে করে মনির।

রোববার (১৫ আগষ্ট) নববধূ আছিয়ার বাড়িতে অনষ্ঠোনের আয়োজন করা হয়। মনির স্বজনদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলে তার প্রেমিকা রেনুও সেখানে উপস্থিত হয়। রেনুর উপস্থিতি দেখে  মনিরের লোকজন রেনুকে মারধর করে। এসময় ঘটনাটি সদর থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক এসআই আঃ আউয়াল ঘটনাস্থলে গিয়ে প্রতারক মনিরকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মনির ও তার প্রেমিককে থানায় নিয়ে আসা হয়েছে। উভয় পক্ষের অভিযোগ শুনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন লক্ষ্মীপুরে | কিশোরীর | সাথে | প্রতারণা | বিয়ের | আসর | বর | আটক