আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মৃত্যু আরো আট হাজার, সর্বোচ্চ আক্রান্ত ইরানে

বিশ্বে করোনায় মৃত্যু আরো আট হাজার, সর্বোচ্চ আক্রান্ত ইরানে

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে আট হাজারের বেশি মানুষ। নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় পৌঁনে পাঁচ লাখ মানুষের শরীরে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মৃত্যুহারের দিক থেকে এখনও শীর্ষে ইন্দোনেশিয়া। রোববারও এশিয়ার দেশটিতে মারা গেছে এক হাজার ২২২শ’র বেশি মানুষ। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ২০ হাজার ৮১৬ জন।

করোনায় আক্রান্ত হয়ে রোববার দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়ে রাশিয়ায়। এদিন দেশটিতে মারা গেছে ৮১৬ জন।

তবে একদিনে করোনা আক্রান্তের হিসেবে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ইরান। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে সংক্রমিত হয়েছে ৩৬ হাজার ৭৭৬ জন। একদিনে এই সংখ্যা শুধু ইরানে নয় বিশ্বেও সর্বোচ্চ। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৬২০ জন। গেল সাতদিনের ব্যবধানে এটিই সর্বোচ্চ মৃত্যু।

ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে জুলাইয়ের শেষ এবং আগস্টের শুরুতে পাল্লা দিয়ে বেড়েছে শনাক্ত ও মৃত্যু। দেশটির করোনা পরিস্থিতির এতোই অবনতি হয়েছে যে, প্রতি দুই মিনিটে মারা যাচ্ছে একজন করোনা রোগী আর প্রতি দুই সেকেন্ডে আক্রান্ত হচ্ছে একই আনুপাতিক হারে। আক্রান্ত এমন হারে বাড়ছে যা বিশ্বের সবচেয়ে সংক্রমিত দেশ যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল এমনকি ইন্দোনেশিয়াকেও ছাড়িয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩১টি প্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে ইরান সরকার।

তবে সংক্রমণ শনাক্ত অনেকটা কমেছে যুক্তরাষ্ট্রে। গেল ২৪ ঘণ্টায় দেশটির ৩১ হাজারের কাছাকাছি মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি। এদিন যুক্তরাষ্ট্রে মারা গেছে ১২২ জন।

এদিন করোনায় আক্রান্ত হয়ে মেক্সিকোয় মারা গেছে ৭৫৩ জন, ভারতে ৪২১ এবং ব্রাজিলে ৩৮৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে মোট ২০ কোটি ৮০ লাখের কাছাকাছি। করোনায় মোট মারা গেছে প্রায় পৌনে ৪৪ লাখ মানুষ। এ সময়ে করোনা থেকে সেরে উঠেছে ১৮ কোটি ৬৪ লাখের বেশি মানুষ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | করোনায় | মৃত্যু | আরো | আট | হাজার | সর্বোচ্চ | আক্রান্ত | ইরানে