আর্কাইভ থেকে আবহাওয়া

সাগরে লঘুচাপের আভাস, ভারি বৃষ্টিপাত হতে পারে

সাগরে লঘুচাপের আভাস, ভারি বৃষ্টিপাত হতে পারে

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি এর প্রভাবে আগামী দুইদিন পর বৃষ্টি বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোন কোন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। তবে এ সময়ে সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন সাগরে | লঘুচাপের | আভাস | ভারি | বৃষ্টিপাত | হতে | পারে