আর্কাইভ থেকে বাংলাদেশ

যমুনা ও তিস্তার পানি বাড়ছে

যমুনা ও তিস্তার পানি বাড়ছে
পাহাড়ি ঢল ও বৃষ্টির কারনে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে । সোমবার(১৬ আগস্ট) গেল ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধ পয়েন্টে পানি ৩৭ সেন্টিমিটার বেড়েছে। চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী হয়ে আছে সেসব এলাকার কয়েক হাজার মানুষ। তবে পানি এখনো বিপদসীমার ১৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা করছে এভাবে পানি বাড়তে থাকলে বন্যার হতে পারে। অন্যদিকে লালমনিরহাটে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন যমুনা | ও | তিস্তার | পানি | বাড়ছে