ঢাকা

আশুলিয়ার ৫৫ কারখানা আজও বন্ধ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

আশুলিয়ার ৫৫টি কারখানার উৎপাদন আজও বন্ধ রয়েছে। তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮ থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন।

শিল্প পুলিশ জানিয়েছে, খোলা কারখানাগুলোতে শ্রমিকরা অধিকাংশ কারখানায় উৎপাদন চললেও কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধি ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করে।

শ্রমিক বিক্ষোভের মুখে আজও অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। অপরদিকে ৯টি কারখানায় সাধারণ ছুটি দেয়া রয়েছে।

আশুলিয়ার শিল্পাঞ্চলের নিরাপত্তায় র‍্যাব, পুলিশের পাশপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন।

কেএস//

এ সম্পর্কিত আরও পড়ুন কারখানা