আর্কাইভ থেকে জাতীয়

কাবুল পরিস্থিতির দিকে নজর রাখছে ঢাকা

কাবুল পরিস্থিতির দিকে নজর রাখছে ঢাকা

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির প্রতি নজর রাখছে বাংলাদেশ। কাবুল পতনের পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে তারা বিশ্বাস করে এর প্রভাব এই অঞ্চলে পড়তে পারে।

বিবৃতিতে জানানো হয়, সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের সব পক্ষকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বিদেশিদের নিরাপত্তা বজায় রাখার কথা বলা হয়।

এতে আরও বলা হয়, আফগানিস্তানের উন্নয়ন তখনই নিশ্চিত হবে যখন আফগান জনগণ গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে যাবে। শান্তিপূর্ণ স্থিতিশীল উন্নত আফগানিস্তান দেখতে চায় বাংলাদেশ এবং এ জন্য ওই দেশকে সহায়তা দিতে প্রস্তুত সরকার।

রবিবার (১৫ আগস্ট) তালেবান রাজধানী কাবুল দখলে নেওয়ার পর থেকেই দৃশ্যপট বদলে যায়। দেশ ছেড়ে তাজিকিস্তান পালিয়ে গেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি। রক্তপাত এড়াতে তিনি দেশত্যাগ করেছেন বলেও জানান। এ অবস্থায় আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুতি শুরু করেছে গোষ্ঠিটি।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন কাবুল | পরিস্থিতির | দিকে | নজর | রাখছে | ঢাকা