আর্কাইভ থেকে এশিয়া

টিভিতে সংবাদ পাঠে ফিরলেন আফগান নারী

টিভিতে সংবাদ পাঠে ফিরলেন আফগান নারী

আফগানিস্তানের মূলধারার সংবাদভিত্তিক টেলিভিশন টোলোনিউজ এর সংবাদ পাঠে ফিরেছেন নারী উপস্থাপক। রোববার তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই আফগানিস্তানের কোন চ্যানেলে আর নারী উপস্থাপিকাকে দেখা যায়নি। দুই দিন পর নারী উপস্থাপককে সংবাদ পাঠ করানোর সিদ্ধান্ত নেয় টোলোনিউজ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অনলাইনে প্রচারিত একটি ছবিতে দেখা যায়, আফগানিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেলে একজন পুরুষ উপস্থাপক খবর পড়ছেন। তার সামনে তালেবানের পতাকা রয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই সোমবার টুইটারে একটি ছবি পোস্ট করেন টোলোনিউজের সংবাদ প্রধান মিরাকা পোপাল। সেখানে দেখা যায়, লাইভ অনুষ্ঠানে তালেবানের মিডিয়া টিমের একজন সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন টোলোনিউজের একজন নারী সংবাদ পাঠক।

টোলোনিউজে হিজাব পরিহিত নারীকর্মীর উপস্থিতিতে সংবাদকক্ষের সকালের মিটিংয়ের ছবিও পোস্ট করেন মিরাকা পোপাল।

রোববার কাবুল দখলের মধ্য দিয়ে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যাওয়ার পর দেশটির টেলিভিশনগুলোতে নারীদের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। দেশটির জাতীয় টেলিভিশনও দখলে নেয় তালেবান। সেদিন থেকে জাতীয় টিভিতে তালেবানের সাদা পতাকার সামনে বসে একজন পুরুষ উপস্থাপককে সংবাদ পাঠ করতে দেখা গেছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন টিভিতে | সংবাদ | পাঠে | ফিরলেন | আফগান | নারী