আর্কাইভ থেকে এশিয়া

শর্ত মানলে তালেবানের সঙ্গে কাজ করতে রাজি যুক্তরাষ্ট্র

শর্ত মানলে তালেবানের সঙ্গে কাজ করতে রাজি যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে শর্তসাপেক্ষে কাজ করা ও ভবিষ্যৎ আফগান সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ভবিষ্যৎ আফগান সরকার তার জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখলে ও সন্ত্রাসীদের আশ্রয় না দিলে আমরা কাজ করতে পারি এবং সরকারকে স্বীকৃতি দিতে পারি। স্থানীয় সময় গতকাল সোমবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এ অবস্থানের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আগ্রহ জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি জানান, আফগানিস্তানের জনগণ, বিশেষ করে নারী ও কিশোরীদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা দেখালে এবং সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তালেবান নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।

এ সময় তালেবানদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র কী ভূমিকা পালন করবে তা জানতে চাওয়া হয়। জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির সাধারণ মানুষের মৌলিক অধিকার বজায় না রাখলে এবং সন্ত্রাসীদের সমর্থন করলে সহায়তা দেওয়া হবে না। এমনকি তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে না বলে জানান তিনি।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর গেল রোববার দেশটির রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। গতকাল সোমবার প্রায় ২০ বছরের যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেন তালেবান মুখপাত্র মোহাম্মদ নাঈম। রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসা তালেবানের সঙ্গে শর্তসাপেক্ষে কাজ করতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে, তালেবান সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইছে চীন। এছাড়া তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে রাশিয়া, ইরান এবং পাকিস্তান।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন শর্ত | মানলে | তালেবানের | সঙ্গে | কাজ | করতে | রাজি | যুক্তরাষ্ট্র