আর্কাইভ থেকে অপরাধ

পুলিশ, ব্যাংকারসহ ২৭ জনের নামে দুদকের মামলা

পুলিশ, ব্যাংকারসহ ২৭ জনের নামে দুদকের মামলা

সরকারি তহবিল থেকে সাড়ে ১০কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তা ও হিসাবরক্ষণ কর্মকমর্তাসহ ২৭ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।

সোমবার (১৬ আগস্ট) বিকেলে মাগুরা সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী হয়েছেন, দুদক যশোর সমন্বিত জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল।

মামলায় আসামী করা হয়েছে পুলিশের বর্তমান ও সাবেক ১৬ সদস্য, হিসাব রক্ষণ অফিসের ৮ জন ও সোনালী ব্যাংকের  ১ কর্মকর্তাসহ মাগুরা ও নড়াইলের সংশ্লিষ্ট আরো দুই জনকে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান গেছে, ২০১৭-১৮ অর্থ বছরে পুলিশের সাধারণ তহবিল (জিপিএফ) ও নিরাপত্তা তহবিল একাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে  ১০ কোটি ৪৪ লক্ষ ১ হাজার ৩৪৮ টাকা আত্মসাৎ করা হয়েছে।

মাগুরার সাবেক তিন হিসাব রক্ষণ কর্মকর্তা, একই বিভাগের ৫ অডিটর, সোনালী ব্যাংকের এক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত ৬ জনসহ ১৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে পরস্পরে যোগসাজসে দুর্নীতির মাধ্যমে এ অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এছাড়ার নড়াইল লোহাগড়া ও মাগুরা সদরের রোকাইয়া ইয়াসমনিকে মামলায় আসামী করা হয়েছে। যাদের ব্যাংক হিসাবের মাধ্যমে ৫ কোটি টাকা পাচার করা হয়েছে।

পুলিশ সুপার কার্যলয় সূত্র জানায়, গত বছরের ডিসেম্বেরে অর্থ জালিয়াতির বিষয়টি নজরে আসলে এ ঘটনায় ৮ পুলিশ সদস্যর সদস্যর সংশ্লিষ্টা পাওয়া যায়। যার মধ্যে ৫ জনকে অপরাধ প্রমানের ভিত্তিতে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে। ৩ জনের নামে বিভাগীয় মামলা চলছে।

এমএম/

এ সম্পর্কিত আরও পড়ুন পুলিশ | ব্যাংকারসহ | ২৭ | জনের | নামে | দুদকের | মামলা