উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনা এবং পিএসজির মধ্যকার ম্যাচটি ইনজুরির কারণে খেলতে পারেননি নেইমার। তারপরও তার দল এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে বার্সাকে ক্যাম্প ন্যূয়ে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। দ্বিতীয় লেগের আগে ইনজুরি থেকে সেরে উঠলেও নিজেদের মাঠে খেলার সুযোগ নাও পেতে পারেন নেইমার।
কারণ দ্বিতীয় লেগের সেই ম্যাচটিতে এবার নিষিদ্ধ হতে পারেন নেইমার জুনিয়র। বার্সেলোনার বিপক্ষে পিএসজির ম্যাচে মেসির পেনাল্টি নিয়ে টুইটারে ট্রল করার কারণে এমন কাহিনী ঘটতে পারে।
পিএসজির বিপক্ষে বার্সা যে পেনাল্টি পেয়েছিল সেটাকে জোকস বলে টুইট করেছিলেন নেইমার। টুইটারে তিনি পোস্ট করেন, যদিও পরে সেটা ডিলিট করে দেন ব্রাজিলিয়ান এই পোস্টারবয়।
স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ট জানিয়েছে, উয়েফা নেইমারের পোষ্ট নিয়ে তদন্ত শুরু করেছে। দোষী সাব্যস্ত হলে এই পোস্টের কারণে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার অন্তত দুই ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন। যদি এই শাস্তি পান তাহলে বার্সার বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচেও দর্শক হয়ে যাবেন নেইমার।
এর আগেও নেইমার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থেকে টুইটারে পোস্ট করার কারণে নিষিদ্ধ হয়েছিলেন। ম্যানইউর বিপক্ষে পিএসজির ম্যাচে রেফারির সিদ্ধান্তের বিরোধীতা করে টুইটারে পোস্ট দেয়ার পর নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
এএ