আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার তিন হ্যাকারের বিরুদ্ধে চার্জশিট গঠন

যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার তিন হ্যাকারের বিরুদ্ধে চার্জশিট গঠন

উত্তর কোরিয়ার তিন হ্যাকারের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করেছে যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে হ্যাকিংয়ের মাধ্যমে ১.৩ বিলিয়ন ডলার চুরির অভিযোগ রয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, অভিযোগ গঠন করা উত্তর কোরীয় তিন নাগরিক হলো; জন চ্যাং হায়ক (৩১), কিম ইল (২৭) ও পার্ক জিন হায়ক (৩৬)। এর মধ্যে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া পার্ক জিন হায়ক রয়েছে।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ২০১৪ সাল থেকে নানা ধরনের বেআইনি ও ফৌজদারি অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে এই তিন হ্যাকার। তারা বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনসহ বিভিন্ন দেশে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিল। এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মেক্সিকো ও আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের ব্যাংকিং ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে তারা। ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ক্রিপ্টেকারেন্সি ব্যবহারকারীদের টার্গেট করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বানিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ করছিল ওই তিন হ্যাকার।

জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সাল পর্যন্ত ৩১৬.৪ মিলিয়ন ডলার চুরি করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। তবে অভিযোগ গঠন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাস।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | উত্তর | কোরিয়ার | তিন | হ্যাকারের | বিরুদ্ধে | চার্জশিট | গঠন